অভিযানে ২১ গ্রাম হেরোইনসহ আরিফুল ইসলাম বাপ্পি (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা র্যাব ৷ ২৭ অক্টোবর (রবিবার) রাত সাড়ে সাতটায় পাবনা জেলার সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ৷ তিনি পাবনা সদর থানার ঘোষেরপাড়া এলাকার ময়ছের আলী ছেলে।
পাবনা র্যাবের স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানার দক্ষিণ রাঘবপুর এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে র্যাব । পরে অভিযানে ২১ (একুশ) গ্রাম হেরোইনসহ মোঃ আরিফুল ইসলাম বাপ্পিকে গ্রেফতার করা হয়। পরে আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে পাবনা র্যাব বন্ধপরিকর। তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
সম্পাদক ও প্রকাশকঃ জুয়েল ইসলাম Email: [email protected]
All rights reserved © 2025